Notice Details

অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী

Posted by : Admin on

১। অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের ওয়ের সাইট www.sshs.edu.bd এ ক্লিক করতে হবে।

২। ওয়েব সাইটের হোম পেইজে লাল Online M.C.Q Exam  লেখা বাটন এ ক্লিক করলে User ID এবং Password এর পেইজ ওপেন হবে।

৩। User ID এর স্থলে Student ID এবং Password এর স্থলেও Student ID লিখে Sign In এ ক্লিক করলে  "Online Exam" বাটন প্রদর্শিত হবে।

৪। পরীক্ষার নির্ধারিত সময়ে "Online Exam" বাটনে ক্লিক করলে ‍"Start Exam" বাটন প্রদর্শিত হবে।

৫। পরীক্ষা শুরু হওয়ার আগে Online Exam বাটনে ক্লিক করলে কোনো কিছু প্রদর্শিত হবে না। এভাবে একই সাথে প্রশ্নপত্র প্রদর্শিত হবে।  [ পরীক্ষা শুরু হওয়ার পরও যদি "Startবাটন প্রদর্শিত না হয় তাহলে Page Refresh করতে হবে। এর পরও যদি না আসে তাহলে  Log Out করে পুনরায় করতে Sign in করতে হবে।]

৬. সঠিক উত্তরের বক্সে ক্লিক করে করে (মোবাইলের ক্ষেত্রে টাচ করে) পরীক্ষা সম্পন্ন করতে হবে।
৭.নির্ধারিত সময়ের মধ্যে সকল উত্তর দেওয়া শেষ করে Submit বাটনে ক্লিক করতে হবে।

Submit করতে দেরি হলে পরীক্ষায় অনুপস্থিতির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'pdo_mysql.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/pdo_mysql.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/pdo_mysql.so: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/pdo_mysql.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/pdo_mysql.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: